বার্তা সংস্থা ইকনা: ইরাকি কেন্দ্রীয় অপরাধ আদালত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বেশ কয়েক নারী সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসী রায় ঘোষণা করেছে। দোষী সাব্যস্তদের মধ্যে দায়েশ তথা আইএসের নেতা আল বগদাদীর বোনও রয়েছে।
ইরাকের আল-আহাদ টিভি কিছু উৎস উদ্ধৃত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, ইরাকি কেন্দ্রীয় অপরাধ আদালত নজলা'কে (আবু বকর আল বাগদাদীর বোন) মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। দায়েশের অপর ১৪ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে।
সাজাপ্রাপ্ত নারীদের মধ্যে ১০ জন তুরস্কের এবং ৪ জন আজারবাইজানের নাগরিক।
আল আহাদ টেলিভিশন আরও জানিয়েছে, এছাড়াও দায়েশের সাথে জড়িত থাকার অভিযোগে অতি শীঘ্রই ১৪ জন বিদেশী নারী এবং দুই জন ইরাকী নারীর রায় ঘোষণা করা হবে।
iqna