বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) নবীদের সমপরিমাণ জ্ঞানের অধিকারী হবেন না বরং তাদের থেকে ১৩গুণ বেশী জ্ঞানের অধিকারী হবেন এবং তার সময়ে জ্ঞানের সর্বোচ্চ উন্নতি ও বিকাশ ঘটবে।
ইমাম মাহদীর জ্ঞান ও প্রভাব দেখে বিশ্বের সকলেই হতভম্ব হয়ে যাবে। সবাই ইমাম মাহদীর কাছে আত্মসমর্পণ করবে। আর তখন বিশ্বে প্রতিষ্ঠিত হবে ঐশী একত্ববাদী ইসলামী রাষ্ট্র।
এটা স্পষ্ট যে, মানুষের জীবনের সকল ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটবে এবং হাদীসে বর্ণিত হয়েছে যে, ঐ সময়ের প্রযুক্তির সাথে বর্তমান প্রযুক্তির বিশাল ব্যবধান থাকবে।
ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: যখন আমাদের কায়েম কিয়াম করবে আল্লাহ তায়ালা আমাদের অনুসারীদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তিকে এত বেশী বৃদ্ধি করে দিবেন যে, ইমাম মাহদী (আ.) ২৮ কিলোমিটার দূর থেকে তার অনুসারীদের সাথে কথোপকথন করবেন এবং তারাও তার কথা শুনতে পাবে ও তাকে দেখতে পাবে। অথচ ইমাম সেখানেই দাড়িয়ে থাকবেন।
আধুনিক যুগের যোগাযোগ ব্যবস্থার উন্নতি দেখে তা উপলব্ধি করা খুব একটা কঠিন ব্যাপার নয়। কিন্তু আমরা জানি না যে ,ইমামের সময়ে এই সকল প্রযুক্তিকে আরও উন্নত করে ব্যবহার করা হবে নাকি তিনি নতুন কোন প্রযুক্তির ব্যবস্থা করবেন। শাবিস্তান