বার্তা সংস্থা ইকনা: স্বীকারোক্তির সময় তিনি বলেন, এ কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি সন্ত্রাসবাদ কিংবা ইসলাম ফোবিয়ার শিকার নই। আমার জানা নেই আমি কীভাবে এমন বেকুবিপূর্ণ কাজ করেছি। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। ধারণা করা হচ্ছে, এ স্বাকারোক্তির পর হামলাকারীর ২৫ বছর কারাভোগের শাস্তি হতে পারে।
উল্লেখ্য, গত বছর ২৯ জানুয়ারি এলেকজান্ডরে কিউবেক সিটির ইসলামিক কালচারাল সেন্টারে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। যার ফলে ছয় জন মুসল্লি প্রাণ হারায় ও ত্রিশের বেশি আহত হয়। হামলাকারী কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের সময়