বার্তা সংস্থা ইকনা: সৌদি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধ করে দেওয়া হবে এমন পরিকল্পনার আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগেই শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২০ জন। এসব প্রতিষ্ঠানে শিক্ষকদের সংখ্যাও ৪ থেকে ৬ জন। প্রতিটি শিক্ষার্থীর জন্য বার্ষিক দুই লাখ সৌদি রিয়েল খরচ করে সরকার। এতে অর্থনৈতিক দিক দিয়ে লাভ তো দূরের কথা বরং লোকসানই গুণতে হচ্ছে। এমনটাই মনে করছে কর্তৃপক্ষ।
২০১৪ সালের এক পরিসংখ্যান বলছে, সরকারি ২৪ হাজার স্কুলের মধ্যে ৯ হাজার ৫৫৩টি স্কুলের শিক্ষার্থী সংখ্যা শতকের নিচে।
সৌদি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা এ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে দেখছে। শিক্ষার্থীদের পাঠদানে দক্ষ প্রতিষ্ঠান গড়তে যা করার দরকার তাই করবে সৌদি সরকার। দ্য মিডল ইস্ট মনিটর/ এমটিনিউজ