বার্তা সংস্থা ইকনা: জার্মানির গণমাধ্যমগুলোতে দেয়া সাক্ষাত্কারে জোটের নেতারা দ্বিধাবিভক্ত বার্তা প্রদান করায় বিরোধ আবারো সামনে চলে এসেছে।
দেশটিজুড়ে ইস্টার সানডে উদযাপনের ঠিক আগ মুহূর্তে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ঊর্ধ্বতন ব্যক্তি ভল্ফগ্যাং শায়েবলে শনিবার ‘ফেঙ্ক মিডিয়া গ্রুপ’কে বলেন, ‘আমরা ইতিহাসের পথ রুদ্ধ করতে পারি না। ইসলাম আমাদের দেশের একটি অংশ হয়ে গেছে এবং প্রত্যেককে এই বাস্তবতা মেনে নিতে হবে।’
তবে, খ্রিস্টান সোসাইটি ইউনিয়ন (সিএসইউ) এর ডেপুটি পার্টি প্রধান আলেকজান্ডার দোবরিন্দ ‘ফোকাস ম্যাগাজিন’কে দেয়া একটি সাক্ষাত্কারে বলেন, ‘ইসলাম জার্মানির অংশভুক্ত নয়।’
সিএসইউ হচ্ছে ম্যার্কেলের সিডিউই’র দলের অতি ডানপন্থী সিসটার পার্ট এবং অভিবাসন নিয়ে প্রায়শই চ্যান্সেলর মার্কেলের সঙ্গে বিরোধে জড়াতে দেখা যায়।
ভল্ফগ্যাং শায়েবলে মূলত মার্কেলের নেতৃত্বকে অনুসরণ করছেন বলে মনে করা হচ্ছে। তিনি সিএসইউ নেতা কট্টরপন্থী নেতা স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সেহোফার ও দোবরিন্দ থেকে নিজেকে দূরে রেখেছেন। হোর্স্ট সেহোফার ও দোবরিন্দ উভয়েই বারবার জোর দিয়েছে বলেছেন যে, ‘ইসলাম জার্মানি অংশ নয়’।
দোবরিন্দ বলেন, ইসলামকে জার্মানির অন্তর্গত বলা হলেও এটি ‘একীকরণের জন্য বাধা’ যা অভিবাসীদের ‘ভুয়া সংকেত পাঠায়’।
সিএসইউ এ বিষয়ে তার জ্যেষ্ঠ জোটের অংশীদারের সঙ্গে দীর্ঘমেয়াদী বিতর্ককে নতুন করে উসকে দিচ্ছে কি না- এমন প্রশ্নে দোবরিন্দ বলেন, তার দল একটি সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে বিতর্কের দিকে অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, ‘সিএসইউ এই ব্যাপারে এক চুলও নড়বে না। সর্বোপরি, আমাদের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠের মতামত হলো- ইসলাম জার্মানির অন্তর্ভুক্ত নয়।’
এরআগে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়ালার স্টেইনমার বলেন, তিনি বিশ্বাস করেন জার্মানিতে ইসলামের একটি অপরিহার্য অংশ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সেহোফারের ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পর দেশটির প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট আরো বলেন, আমাদের উচিৎ জার্মানির সাবেক প্রেসিডেন্ট খ্রিশ্চিয়ান উলফ-এর বক্তব্য গ্রহণ করা। তিনি বলেছিলেন, ইসলাম এখন জার্মানির অংশ।
এর আগে গত শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, জার্মানিতে বর্তমানে ৪ মিলিয়ন মুসলিম বসবাস করে। এখানে তারা তাদের ধর্মচর্চা করে। তারা জার্মানিকে লালন করেন তাদের ধর্মাচারের অংশ হিসেবেই। ডেইলি সাবাহ নিউজ