বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পবিত্র রজব মাসের ১০ম তারিখ হচ্ছে ইমামতিধারার ৯ম ইমাম তথা হযরত ইমাম মুহাম্মাদ জাওয়াদের (আ.) মহিমান্বিত জন্ম দিবস। তিনি হিজরী ১৮৩ সনে ইমাম রেজার (আ.) ঘরকে আলোকিত করে এ পৃথিবীতে আগমন করেন।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, ইমাম জাওয়াদ (আ.) এমনই এক স্পর্শকাতর মুহূর্তে জন্মগ্রহণ করেন, যখন নিন্দুকেরা ও দুশমনেরা চারিদিকে অপপ্রচার করছিল যে, ইমাম রেজার (আ.) বিদায়ের পর ইমামতিধারার অবসান ঘটবে। কেননা ইমাম রেজার (আ.) কোন পুত্র সন্তান নেই। কিন্তু মহান আল্লাহর বিশেষ ইচ্ছায় প্রায় শেষ জীবনের দিকে ইমাম রেজার (আ.) ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন ইমাম মুহাম্মাদ তাকী আল জাওয়াদ (আ.)। তখন শত্রুতা হতাশ ও নিরাশ হয়। আর এ কারণেই ইমাম জাওয়াদের (আ.) প্রতি তার পিতার স্নেহ ও মমতা ছিল অপরিসীম।
ইমাম মুহাম্মাদ তাকী আল জাওয়াদের (আ.) অপরিসীম ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলী মধ্যে অন্যতম হচ্ছে তিনি মাত্র ৭ বছর বয়সে ইমামতের গুরুদায়িত্বে সমাসীন হন। একই ভাবে তিনি খুবই অল্প বয়সে শাহাদত বরণ করেন। এক কথায় বলা যায় যে, ইমাম মুহাম্মাদ তাকী আল জাওয়াদ (আ.) যুবকতম ইমাম ছিলেন। শাবিস্তান