IQNA

দিল্লিতে ইসলাম ফোবিয়ার শিকার মসজিদের ইমাম

0:09 - April 11, 2018
সংবাদ: 2605484
আন্তর্জাতিক ডেস্ক: মোদি সরকারের আমলে সারা ভারতজুড়েই ইসলাম ফোবিয়ার শিকার মুসলিমরা। প্রতিনিয়ত কেউ না কেউ কট্টোর হিন্দুত্ববাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছে।

 

বার্তা সংস্থা ইকনা: এবার দিল্লির এক মসজিদের ইমামের ওপরও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ডেইলি সিয়াসাত জানায়, ওই ইমাম দিল্লির জিজি কলোনির মসজিদে আবু বকরের ইমাম। রাতে নামাজ পড়িয়ে তিনি সরকারি বাসে বাসায় ফিরছিলেন। এসময় দুজন যাত্রী এসে তাকে মারধর শুরু করে ও বিতর্কিত স্লোগান দিতে বাধ্য করে। এসময় বাসে অবস্থিত অন্য যাত্রীদের কেউ প্রতিবাদ করতে সাহস করেনি। পরে ওই ইমাম পরিচিত একজনকে নিয়ে থানায় অভিযোগ করেন। ডেইলি সিয়াসাত/আরটিএনএন

captcha