বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের সামরিক বাহিনী শিয়া মাযহাবের বিরুদ্ধে সীমাবদ্ধতা এবং চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখে কুয়েকীব এলাকার 'বিন জুময়ে" হুসাইনিয়াতে হামলা চালিয়েছে।
সৌদি সামরিক বাহিনী এই হুসাইনিয়াতে হামলা চালিয়ে তিন জন শিয়া মুসলমানদের গ্রেফতার করেছে।
এখনও পর্যন্ত এই হুসাইনিয়াতে হামলার কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ কোন বিবৃতি প্রকাশ করেনি।