বার্তা সংস্থা ইকনা: হামাসের বিবৃতিতে বেসামরিক জনগণের বিষয়ে মার্কিন দ্বিমুখী নীতির সমালোচনা করা হয়েছে। হামাস বলেছে, আমেরিকা মুখে বেসামরিক মানুষের জীবন রক্ষার কথা বললেও নিরস্ত্র ফিলিস্তিনি হত্যা এবং ইসরাইলি দখলদারিত্বের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। আরব অঞ্চলে সংঘাত-সহিংসতা বন্ধ করে ঐক্যবদ্ধভাবে যেকোনো আগ্রাসন মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করেছে হামাস।
এদিকে, ফিলিস্তিনের ইসলামি জিহাদও সিরিয়ায় সম্মিলিত সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে। সংগঠনটি ওই হামলার সুযোগ করে দেওয়ার সঙ্গে জড়িত আঞ্চলিক দেশগুলোরও সমালোচনা করেছে।
ইসলামিক জিহাদ বলেছে, বিশ্বের সব অপকর্মের হোতা হচ্ছে আমেরিকা। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট করে সংঘাত-সহিংসতা জিইয়ে রাখতে চায়। ইসলামিক জিহাদ সিরিয়ার সরকার ও জনগণের পাশে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইসলামিক জিহাদ আরও বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সমর্থনেই এ হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলকে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রাখার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
গতকাল (শনিবার) সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। পার্সটুডে