IQNA

আম্মানে ১৭ই মে থেকে রমজান শুরু হচ্ছে

0:21 - May 08, 2018
1
সংবাদ: 2605708
আন্তর্জাতিক ডেস্ক: আম্মানে আগামী বৃহস্পতিবার (১৭ই মে) থেক পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

 

বার্তা সংস্থা ইকনা: ওমানের এনডাউমেন্ট এবং ধর্মীয় বিষয় মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, মঙ্গলবার ১৫ই মে সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা সম্ভব নয়। এর উপর ভিত্তি করে বলা হচ্ছে যে, আগামী বৃহস্পতিবার (১৭ই মে) থেক পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

এই মন্ত্রণালয় আম্মানের মুসলমান এবং প্রতিবেশী দেশ সমূহের মুসলমানদের জন্য রমজান মাসে সফলভাবে রোজা এবং ইবাদত বন্দেগী করারা জন্য দোয়া করেছে। কিছু ইসলামী দেশ চাঁদ দেখার উপর ভিত্তি করে চন্দ্র মাসের প্রথম দিন নির্ধারণ করে। কিন্তু দেশ আছে যারা জ্যোতির্বিজ্ঞান গণনা উপর ভিত্তি করে চন্দ্র মাসের প্রথম দিন নির্ধারণ করে।

iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
gyjeawka
0
0
20
captcha