বার্তা সংস্থা ইকনা: ফাহাদ আফ্ফাসী এ ব্যাপারে বলেন: এই অ্যাপটি কুয়েতের এন্ডোউমেন্ট মন্ত্রণালয়ের মসজিদ বিভাগের পক্ষ থেকে ডিজাইন এবং নির্মাণ করা হয়েছে। এই অ্যাপটি যে কোন স্মার্ট ফোনে ইনস্টল করা যাবে।
তিনি বলেন: এই অ্যাপটিতে কুয়েতের ছয় প্রদেশের মসজিদের অবস্থান, মসজিদের কার্যক্রম এবং সেবা প্রদানের সকল তথ্য উল্লেখিত রয়েছে।
কুয়েতের এই কর্মকর্তা সর্বশেষে এই অ্যাপটি সকলকে ব্যাবহার করার জন্য আহ্বান জানান।
iqna
মোবাইল নাম্বার ০১৮৭৮২৩৯২৪৮