IQNA

কুয়েতের ১৫০০ মসজিদের তথ্য "আল মসজিদ" অ্যাপ্লিকেশনে

23:57 - May 30, 2018
2
সংবাদ: 2605877
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের বিচারপতি এবং কুয়েতি ইসলামী এনডাওমেন্ট অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ফাহাদ আফ্ফাসী বলেছেন: "আল-মসজিদ" নামে একটি অ্যাপ্লিকেশন নির্মাণ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনে কুয়েতের ১৫০০ মসজিদের তথ্য রয়েছে।

ইমাম মাহদী(আ.) যেভাবে মানুষের বিবেককে পরিপূর্ণ করবেন

বার্তা সংস্থা ইকনা: ফাহাদ আফ্ফাসী এ ব্যাপারে বলেন: এই অ্যাপটি কুয়েতের এন্ডোউমেন্ট মন্ত্রণালয়ের মসজিদ বিভাগের পক্ষ থেকে ডিজাইন এবং নির্মাণ করা হয়েছে। এই অ্যাপটি যে কোন স্মার্ট ফোনে ইনস্টল করা যাবে।
তিনি বলেন: এই অ্যাপটিতে কুয়েতের ছয় প্রদেশের মসজিদের অবস্থান, মসজিদের কার্যক্রম এবং সেবা প্রদানের সকল তথ্য উল্লেখিত রয়েছে।
কুয়েতের এই কর্মকর্তা সর্বশেষে এই অ্যাপটি সকলকে ব্যাবহার করার জন্য আহ্বান জানান।
iqna

 

 

ট্যাগ্সসমূহ: কুয়েত ، মসজিদ ، ইকনা ، মন্ত্রী ، ইসলাম
প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
মো:মেহেদী হাসান
0
1
একটা মসজিদ নির্মানের সহযোগিতা চাই
মোহাম্মদ তরিকুল ইসলাম (মারুফ)
0
0
আমি একটা মসজিদ নির্মাণের সহযোগিতা চাই
মোবাইল নাম্বার ০১৮৭৮২৩৯২৪৮
captcha