IQNA

ইরান যত ইচ্ছা ক্ষেপণাস্ত্র বানাবে, পাল্লাও বাড়বে: আয়াতুল্লাহ খাতামি

17:12 - June 08, 2018
সংবাদ: 2605935
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, যত ইচ্ছা তত ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান এবং একইভাবে ক্ষেপণাস্ত্রের পাল্লাও বাড়ানো হবে। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

 

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ আহমাদ খাতামি আরও বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল হচ্ছে আল্লাহ ও ইসলামের শত্রু। শত্রুরা ফিলিস্তিন সংকটকে মুসলমানদের মন থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে বলে তিনি জানান।

এ সময় তিনি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি সৌদি আরবের নানা তৎপরতারও সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সৌদি আরবও যোগ দিয়েছে।

আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। কিন্তু জানা উচিত এই প্রতিযোগিতা তাদের পতনের সূচনা হিসেবে কাজ করবে। 

ইহুদিবাদী ইসরাইলের পতন অবশ্যম্ভাবী বলে তিনি মন্তব্য করেন।

iqna

 

captcha