বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের নেতৃত্বে আজ সকালে ইয়েমেনের পশ্চিমে একটি কলেরা চিকিৎসা কেন্দ্রে আরব জোট বাহিনী বোমা হামলা চালিয়েছে।
"ডক্টর উইথ আউট বার্ডরস" অর্গানাইজেশন টুইটারে এক বার্তায় লিখেছে, এই হামলা ইচ্ছাকৃত ভাবে হোক অথবা অনিচ্ছাকৃত ভাকে হোক, এই হামলার মাধ্যমে সৌদি আরব প্রমাণ করেছে তারা মেডিকেল সেন্টার এবং রোগীদের মোটেও সম্মান করে না। সৌদি জোট বাহিনীর এই হামলা মোটেও গ্রহণযোগ্য নয়।
"ডক্টর উইথ আউট বার্ডরস" অর্গানাইজেশনের প্রতিনিধি দলের প্রধান গুয়াভা মার্টিনেজ ঘোষণা করেছেন: স্টাফ ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর্যন্ত এই সংস্থা আবাস শহরে সকল কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ করে রাখবে।