IQNA

ইকনার হেড অফিস পরিদর্শন করলেন ফিলিপাইনের খ্রিস্টান অধ্যাপক

19:59 - July 01, 2018
সংবাদ: 2606110
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের "সেন্ট থমাস" ক্যাথলিক ইউনিভার্সিটির অধ্যাপক "বাই বাডু" আজ (১ম জুলাই) ইকনার হেড অফিস পরিদর্শন করেছেন।



বার্তা সংস্থা ইকনা: ফিলিপাইনের "সেন্ট থমাস" ক্যাথলিক ইউনিভার্সিটির গবেষক ও অধ্যাপক আজ সকাল (স্থানীয় সময়) ১০টায় ইরানেরা রাজধানী তেহরানাস্থ ইকনার হেড অফিস পরিদর্শন করেছেন। এসময় তিনি ইকনার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
বাই বাডু ইকনার হেড অফিস পরিদর্শনকালে আন্তর্জাতিক বিভাগের মাধ্যমে কিভাবে বিশ্বের বিভিন্ন ভাষায় সংবাদসমূহ এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় সেগুলো জেনেছেন।
উল্লেখ্য, ইসলামী সংস্কৃতি এবং যোগাযোগ সংস্থার বৈজ্ঞানিক এবং একাডেমিক সহযোগিতা বিভাগ এবং ফিলিপাইনে অবস্থিত ইরানি কালচারাল সহযোগিতায় "সেন্ট থমাস" ক্যাথলিক ইউনিভার্সিটির গবেষক ও অধ্যাপক বাই বাডু ইরানে সফর করেছেন। বাই বাডু "মাজহাব ও ধর্মের মধ্যে শিয়ার ভূমিকা" শিরোনামে একটি গবেষণা করার জন্য ইরানে গিয়েছেন।
iqna

 

captcha