IQNA

বোকো হারামের সন্ত্রাসী হামলায় নাইজারের ১০ সৈন্য নিহত

22:16 - July 02, 2018
সংবাদ: 2606119
আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সশস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন সৈন্য নিহত এবং ৩ জন আহত হয়েছেন।



বার্তা সংস্থা ইকনা: নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল আজিজ টুরি এ ব্যাপারে বলেন: প্রাথমিক পরিসংখ্যানে দেখা গিয়েছে সন্ত্রাসীদের এই হামলায় কমপক্ষে ১০ জন সৈন্য নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়াও অপর ৪ জন নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন: নাইজার ও নাইজেরিয়ার সীমান্তবর্তী এলাকায় হামলার ঘটনা ঘটেছে।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম সক্রিয় রয়েছে। এই গ্রুপ পশ্চিমা শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করছে এবং তাদের ইচ্ছামতো সেদেশে ইসলামী ব্যবস্থার বাস্তবায়ন চেষ্টা করছে। এই সন্ত্রাসী গোষ্ঠী নাইজেরিয়া, ক্যামেরুন এবং চাদ প্রজাতন্ত্রে সক্রিয় রয়েছে।
মানবাধিকার সংগঠন ঘোষণা করেছে, দীর্ঘ ৮ বছরে বোকো হামারের সন্ত্রাসী হামলায় ২০ হাজার জন নিহত হয়েছেন।
iqna

 

 

captcha