IQNA

ইসরাইলের আহ্বানে হিজবুল্লাহ ও হামাসের নেতাদের টুইটার পেজ বন্ধ

23:39 - July 03, 2018
সংবাদ: 2606123
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইহুদিবাদী ইসরাইলের আহ্বানে সাড়া দিয়ে ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহ নেতাদের পেজ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

 
বার্তা সংস্থা ইকনা: হামাসের যেসব নেতার টুইটার পেজ বন্ধ করা হয়েছে তাদের মধ্যে সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াও রয়েছেন। এছাড়া অন্য যেসব নেতার টুইটার পেজ বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তারা হলেন খালেদ মাশয়াল, ইজ্জাত আর রাশক্‌, হিসাম বাদরান, সালাহ আল বারদুইল, ফুজি বারহুম, ওসামা হামাদান ও সামি আবু যুহরি।

এছাড়া হিজুবল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেমসহ কয়েকজন নেতার টুইটার পেজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তেল আবিবের পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষের কাছে একটি তালিকা পাঠানোর পর সেটার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন বর্ণবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান। তিনি বলেছেন, তারা হামাস ও হিজবুল্লাহর নেতাদের পেজ বন্ধ করতে টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। টুইটারের কাছে হামাস ও হিজবুল্লাহর ৪০ জন সদস্যের একটি তালিকাও পাঠিয়েছেন বলে তিনি জানান। পার্সটুডে

captcha