IQNA

আল-আজহার মসজিদে নারীদের কুরআন হেফজ প্রশিক্ষণ কোর্স + ছবি

23:55 - July 05, 2018
সংবাদ: 2606141
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের "আল-আজহার" জামে মসজিদে নারীদের জন্য কুরআন হেফজ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

যৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ বানাবে তুরস্ক ও পাকিস্তান
বার্তা সংস্থা ইকনা: উক্ত কোর্সটি চরমপন্থিদের মোকাবেলা করার জন্য নারীদের প্রস্তুতির করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।
মিশরের "আল-আজহার" জামে মসজিদের নিজস্ব ফেসবুক পেজে এক বিবৃতিতে লিখেছে, এই কোর্সে নারীরা অতি আগ্রহের সাথে অংশগ্রহণ করছেন এবং ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন। এই কোর্সের মাধ্যমে নারীরা শুদ্ধভাবে তিলাওয়াত এবং কুরআন তিলাওয়াতের বেশ কয়েকটি পদ্ধতি সম্পর্কে জানতে পারবে।
এছাড়াও কোর্সে অংশগ্রহণকারী নারীগণ কুরআন হেফজের পদ্ধতি এবং প্রশিক্ষণ প্রদানের পদ্ধতি সম্পর্কে অবগত হবেন এবং এর মাধ্যমে তারা ভবিষ্যতে অন্যান্য নারীদের প্রশিক্ষণ দিতে পারবে।
iqna

যৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ বানাবে তুরস্ক ও পাকিস্তানযৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ বানাবে তুরস্ক ও পাকিস্তানযৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ বানাবে তুরস্ক ও পাকিস্তান

 

captcha