বার্তা সংস্থা ইকনা: গতকাল (শনিবার) তেহরানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালাহ আয-যাওয়াবি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আব্দুল্লাহিয়ান এ সময় জোর দিয়ে বলেন, সিরিয়ায় উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের পতন হওয়ার পর দেশটির জনগণ তাদের নিজ ভূমিতে ইহুদিবাদীদের উপস্থিতি মেনে নেবে না। তিনি আরো বলেন, দায়েশের পরাজয়ের পর ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায়। তবে প্রতিরোধকামী শক্তি এবং ইরানের সামরিক উপদেষ্টারা সন্ত্রাসীদের নির্মূল করতে সিরিয়ায় তাদের উপস্থিতি বজায় রাখবেন। তিনি আরো বলেন, সিরিয়ার ভূখণ্ড আবারো ইহুদিবাদী সন্ত্রাসীদের জন্য স্বর্গভূমিতে পরিণত হোক তা দেশটির জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
সিরিয়ার সরকারি বাহিনীর হাতে পরাজিত উগ্র সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে গত কয়েক বছর ধরে দেশটির অভ্যন্তরে সামরিক হামলা চালিয়ে আসছে অবৈধ রাষ্ট্র ইসরাইল। এছাড়া, দামেস্কের সরকার বিরোধী সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করার পাশাপাশি সিরিয়ার অভ্যন্তরে আহত সন্ত্রাসীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে তেল আবিব। পার্সটুডে