IQNA

অধিকৃত এলাকায় বসবাসকারি ইহুদিদের হাতে অস্ত্র দিচ্ছে ইসরাইল

14:10 - July 10, 2018
সংবাদ: 2606181
আন্তর্জাতিক ডেস্ক: গাজা ও পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধভাবে বসতি গড়ে তোলা ইহুদিদের হাতে অস্ত্র তুলে দিতে যাচ্ছে ইসরাইল।

 
বার্তা সংস্থা ইকনা: ইসরাইলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অস্ত্র দেয়ার আগে তাদের সবাইকে প্রশিক্ষণ দেয়া হবে।

বর্তমানে পুলিশ ও সেনাসদস্য ছাড়াও প্রায় দেড় লাখ সাধারণ ইসরাইলি নাগরিকের কাছে লাইসেন্স করা অস্ত্র আছে।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ডানপন্থী দল লিকুদ পার্টির এমপি আমির ওহানা ফিলিস্থিনিদের ঘরে ফেরার আন্দোলনকে ‘সন্ত্রাসী ঘটনা’ উল্লেখ করে এটি বন্ধে নিরাপত্তা বাহিনীদের সহায়তা করতে সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিতে সরকারের কাছে জোরালো আবেদন জানান।

পশ্চিমতীরের রামাল্লা শহরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গত এক বছরে শহরটিতে ইসরাইলি বাহিনী ও ইহুদি অবৈধ বসতিকারীরা শতাধিক হামলা চালিয়েছে ফিলিস্তিনি নিরস্ত্র কৃষকদের ওপর। এভাবে সবাইকে অস্ত্র দিলে এ হামলা আরও বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আরটিএনএন

captcha