IQNA

ইরাকের দিয়ালায় ফুটবল স্টেডিয়ামে বিস্ফোরণ

6:03 - July 27, 2018
সংবাদ: 2606311
আন্তর্জাতিক ডেস্ক: দিয়ালা প্রদেশের (ইরাকের পূর্বে) এক নিরাপত্তা উৎস জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ উক্ত প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: দিয়ালা প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় "কোয়ালাই অঞ্চলের "খামাসী" ফুটবল স্টেডিয়ামের ভিতরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হস্ত নির্মিত একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

স্টেডিয়ামের ভিতরে বোমা বিস্ফোরণের ফলে কোন হতাহতে ঘটনা ঘটেনি। তবে দিয়ালার খানেক্বিন শহরে ইদানীং মাঝে মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এদিকে লেবাননের "আন-নাশরাহ" সংবাদ সংস্থা ঘোষণা করেছে, আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট এক বিবৃতিতে ঘোষণা করেছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক দল সন্ত্রাসী সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইডেনে হামলা চালানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের পূর্বেই হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে।

iqna

 

captcha