IQNA

আফগানিস্তানের "জালাল আবাদে" বোমা ও গুলি বর্ষণ

15:16 - July 28, 2018
সংবাদ: 2606323
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের "জালাল আবাদে" সন্ত্রাসীরা বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বোমা বিস্ফোরণের সময় সন্ত্রাসীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।


বার্তা সংস্থা ইকনা: আজ (২৮শে জুলাই) সকালে জালাল আবাদে সন্ত্রাসীরা এই হামলা চালায়।
নানগারাহার প্রদেশের মুখপাত্র "আতাউল্লাহ খুগিয়ানী" এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার কারণ সম্পর্কে কোন মন্তব্য করেননি।
জালাল আবাদে একটি ইনস্টিটিউশন ভবনে নারীদের প্রশিক্ষণ সেন্টারে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এই হামলার সম্পর্কে বিস্তারিত কোন খবর প্রকাশ হয়নি। এপর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি।
iqna

 

captcha