IQNA

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২৫ ও আহত ২৩

17:55 - August 03, 2018
সংবাদ: 2606364
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতীয়া প্রদেশে একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৫ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: আজ (৩য় আগস্ট) জুমার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। পাকতীয়া প্রদেশের গার্দিজ শহরের বোলান্দ মাঞ্জারু এলাকার "খাওয়াজে হাসান" মসজিদে সন্ত্রাসীরা এই হামলা চালায়।
পাকতীয়ার প্রাদেশিক সরকারের মুখপাত্র সরদার ওলী তাবসাম এ ব্যাপারে বলেন: দুই জন আত্মঘাতী হামলাকারী খাওয়াজে হাসান মসজিদে প্রবেশ করে এই হামলা চালিয়েছে। প্রথম মুসল্লিদের উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে এবং পরবর্তীতে নিজেদের নিকটে রাখা বেল্ট বোমার বিস্ফোরণ ঘটায়। এই হামলার ফলে ২৫ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
এখনও উদ্ধার অভিযান অব্যাহত আছে। এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
iqna

 

captcha