IQNA

ইন্দোনেশিয়ায় জাহাজের সদৃশে মসজিদ "সাফিনাতুন নিজাত" + ভিডিও

23:37 - August 26, 2018
সংবাদ: 2606558
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৬০০ কিলোমিটার পূর্ব জাভা দ্বীপে "সাফিনাতুন নিজাত" নামের জাহাজের সদৃশে একটি মসজিদ রয়েছে।

সিরিয়ার ব্যাপারে আমেরিকা ও তার মিত্রদের সতর্ক করল রাশিয়া
বার্তা সংস্থা ইকনা: মসজিদটি একটি জাহাজের অনুরূপে বিশেষ স্থাপত্যের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।
স্থানীয় জনগণের মধ্যে "কাপাল" মসজিদ হিসেবে এই মসজিদটি প্রসিদ্ধ। সাফিনাতুন নিজাত একটি শিয়া মসজিদ। জাভা দ্বীপে প্রাচীন কবর দেখে বোঝা যায় যে সেখানে চতুর্থ শতাব্দীতে শিয়া মুসলমানদের উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ২৫৫ মিলিয়ন জনগণের মধ্যে ৮৬ শতাংশ জনগণ মুসলমান এবং এরমধ্যে প্রায় ৫০ মিলিয়ন শিয়া মুসলমান রয়েছে।
iqna

 

captcha