IQNA

থাইল্যান্ডে নতুন মুসলিম পার্টি গঠন

14:59 - September 04, 2018
সংবাদ: 2606622
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের মুসলমানেরা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নব নির্মিত মুসলিম দল সকলের নিকটে পরিচয় করিয়েছে।



বার্তা সংস্থা ইকনা: থাইল্যান্ডের মুসলমানেরা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৫০০ সদস্যের নবনির্মিত মুসলিম দল পারাচাচাট (Prachachat) –কে সকলের নিকটে পরিচয় করিয়েছে। পারাচাচাট দলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন "ওয়ান মুহাম্মাদ নুর মাটা"।
থাইল্যান্ডে ইরানী কালচারাল সেন্টারের প্রধান বলেছেন, এই দলটি তাদের কার্যক্রম শুধুমাত্র মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না। বরং থাইল্যান্ডের অমুসলিমদের মধ্যেই তারা সেবামূলক কাজ করবে। মুসলিম দল "পারাচাচাটা"য় সকল ধর্ম এবং সকল শহরের জনগণকে সদস্য হিসেবে গ্রহণ করা হবে।
iqna

থাইল্যান্ডে নতুন মুসলিম পার্টি গঠন

 

captcha