IQNA

23:46 - September 24, 2018
সংবাদ: 2606797
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মর্টার শেলিং নিয়ে খেলা করতে যেয়ে ৮ শিশু নিহত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: চার ভাই সহ মোট ৮ শিশু মর্টার শেলিং নিয়ে খেলা করতে যেয়ে মৃত্যুবরণ করেছে। অবিস্ফোরিত একটি মর্টার নিয়ে শিশুরা খেলা করার সময় হটাত করে এই মর্টারটি বিস্ফোরিত হয়। এরফলে ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে।
নিহত শিশুদের মধ্যে এক শিশুর চাচা শোকরুল্লাহ বলেন: শিশুরা অবিস্ফোরিত একটি মর্টার দেখতে পেয়ে, সেটির নিকটে যায় এবং মর্টারটি খোলার চেষ্টা করে। মর্টারটি খোলার সময় হটাত করে বিস্ফোরণ ঘটে।
জাতিসংঘের পরিসংখ্যানে দেখা যায় যে, আফগানিস্তানে ২০১৭ সালে ৩১৭৯ শিশু হতাহত হয়েছে।
iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: