IQNA

‘১৯৪৭ সালে পাকিস্তানকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান’

23:55 - October 02, 2018
সংবাদ: 2606877
আন্তর্জাতিক ডেস্ক: সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেহরিয়ার আফ্রিদি। তিনি ইসলামাবাদে ইরানি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

‘১৯৪৭ সালে পাকিস্তানকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান’ 

বার্তা সংস্থা ইকনা: ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে ‘বন্ধুত্বপূর্ণ’ ও ‘চিরকালীন’ বলে মন্তব্য করেন তিনি। শেহরিয়ার খান বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম যে দেশটি পাকিস্তানকে স্বীকৃতি দিয়েছিল সেটি হচ্ছে ইরান। কাজেই ইরানের সঙ্গে অতীতের যেকোনো সময়ের চেয়ে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে বর্তমান পিটিআই সরকার বদ্ধপরিকর।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত দশকগুলোতে একে অপরের দুঃখ ও আনন্দে পরস্পরের পাশে দাঁড়িয়েছে তেহরান ও ইসলামাবাদ এবং এ ধারা অব্যাহত থাকবে। তিনি ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে শোকার্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেহরিয়ার আফ্রিদি ইরানকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রভাবশালী দেশ হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানের নয়া সরকার প্রতিবেশী সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। ইরান এক্ষেত্রে ইসলামাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। পার্সটুডে

captcha