IQNA

চরমপন্থি প্রচার অভিযোগে মালয়েশিয়ায় ৭ বিদেশী নাগরিক গ্রেফতার

23:59 - October 09, 2018
সংবাদ: 2606949
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পুলিশ ধর্মীয় চরমপন্থি ও উগ্রবাদ প্রচারের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন বিদেশী নাগরিক এবং এক জন মালয়েশিয়ার নাগরিক।

কুরআনের খাদেম শেখ হাসান আযহারীর ইন্তেকাল
বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার পুলিশ আট সন্দেহভাজনকে গ্রেপ্তার করার ঘোষণা করেছে, এসকল ব্যক্তিদের ধর্মীয় চরমপন্থি ও উগ্রবাদ প্রচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মালয়েশিয়ায় ধর্মীয় চরমপন্থি ও উগ্রবাদ প্রচারের ফলে সেদেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে অবস্থান করছে এবং সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে।
মালয়েশিয়ার পুলিশ প্রধান মুহাম্মাদ ফাজান হারুন এ ব্যাপারে বলেন: এসকল ব্যক্তিরা ইয়েমেনের একটি ধর্মীয় গ্রুপের সাথে যুক্ত রয়েছে। এই গ্রুপের শিক্ষা ও বিশ্বাস অনুযায়ী যেসকল অমুসলিম এমনকি মুসলিমরাও তাদের অনুসরণ করবে না, তাদেরকে হত্যা করা হবে।
তিনি বলেন: গণতন্ত্র এবং ইসলামের সাথে এই গ্রুপের কোন সম্পর্ক নেই। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন ইউরোপের নাগরিক, একজন আমেরিকার নাগরিক এবং অপর একজন মধ্যপ্রাচ্যের নাগরিক।
উল্লেখ্য, ইয়েমেনের একটি সন্ত্রাসী গোষ্ঠী তাদের নিজস্ব মতাদর্শকে প্রচার ও সম্প্রসারণ করার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছে। এই বিষয়টি সম্পর্কে পুলিশ ২৪শে সেপ্টেম্বর নিশ্চিত তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে তদন্ত করে পুলিশ এই ৮ ব্যক্তিকে গ্রেফতার করে।
iqna

 

captcha