IQNA

আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানি জাতির বিজয় অবশ্যম্ভাবী: আয়াতুল্লাহ কাশানি

16:03 - October 12, 2018
সংবাদ: 2606970
আন্তর্জাতিক ডেস্ক: ইরানি জাতি বিশ্ব আধিপত্যবাদ ও ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্র ও সকল নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিজয়ী হবেই। তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ ইমামি কাশানি আজ ইরানের সক্ষমতা ও সামর্থ্যের কথা তুলে ধরতে গিয়ে আরও বলেছেন, বিজয় ও সাফল্য ইরানি জাতির জন্য অপেক্ষা করছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্টে: অপরদিকে ইরানের শত্রুদের স্বপ্ন ও ষড়যন্ত্র কোনোদিনই বাস্তবায়িত হবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন,ইরানের ওপর শত্রুদের আধিপত্যের স্বপ্নসাধের কবর রচিত হবে।

শত্রুরা চাচ্ছে ইরানের সরকার ও জনগণের মাঝে অসন্তোষ ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে। কিন্তু ইরানি জাতি সচেতনভাবে শত্রুদের ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শত্রুদের ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দেবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্ট এই আলেম।

জুমার খতিব আরও বলেন আমেরিকা আজকের মতো কখনোই এতো নি:সঙ্গ আর কোনঠাসা হয় নি। আমেরিকাসহ বিশ্ব আধিপত্যবাদ ও ইহুদিবাদের জেনে রাখা উচিত সত্যের জয় সুনিশ্চয়।
iqna

captcha