পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্টে: অপরদিকে ইরানের শত্রুদের স্বপ্ন ও ষড়যন্ত্র কোনোদিনই বাস্তবায়িত হবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন,ইরানের ওপর শত্রুদের আধিপত্যের স্বপ্নসাধের কবর রচিত হবে।
শত্রুরা চাচ্ছে ইরানের সরকার ও জনগণের মাঝে অসন্তোষ ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে। কিন্তু ইরানি জাতি সচেতনভাবে শত্রুদের ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শত্রুদের ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দেবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্ট এই আলেম।
জুমার খতিব আরও বলেন আমেরিকা আজকের মতো কখনোই এতো নি:সঙ্গ আর কোনঠাসা হয় নি। আমেরিকাসহ বিশ্ব আধিপত্যবাদ ও ইহুদিবাদের জেনে রাখা উচিত সত্যের জয় সুনিশ্চয়।
iqna