বার্তা সংস্থা ইকনা: ইরাকের জাতিসংঘ সহায়তা মিশন (UNAMI) এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এক বিবৃতিতে প্রকাশ করেছে, ইরাকে দায়েশের হাত থেকে মুক্ত করা এলাকা থেকে ২০০ গণকবর আবিষ্কার করা হয়েছে। এসকল গণকবরে দায়েশে হাতে বন্দিদের হত্যা করে কবর দিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী।
প্রতিবেদন অনুযায়ী, ইরাকের মোসুল, কির্কুক, সালাহ আল-দিনা এবং আনবর প্রদেশ থেকে ২০২টি গণকবর আবিষ্কার করা হয়েছে।
এসকল কবরস্থান থেকে সহস্রাধিক মৃত্যদেহকে সনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই এলাকাসমূহে আরও গণকবর রয়েছে।
প্রকাশিত প্রতিবেদন গুরুত্বারোপ করে বলা হয়েছে, ২০১৪ সালের জুন মাস থেকে ২০১৭ সাল পর্যন্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস ইরাকের একটি বড় অংশ দখল করে নিয়েছিল। এসময়ে এই সন্ত্রাসী গোষ্ঠী মানবাধিকার লঙ্ঘন করেছে, বিভিন্ন সহিংসতামূলক কাজ করেছে, যুদ্ধ করেছে এবং সম্ভবত গণহত্যা চালিয়েছে।
এসকল গণকবর থেকে নারী, শিশু, প্রতিবন্ধী এবং ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লাশ উদ্ধার করা হয়েছে।
iqna