IQNA

দুবাইয়ে কুরআন হেফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদর্শন

23:46 - November 25, 2018
সংবাদ: 2607348
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের "শেখ মোহাম্মদ বিন রশিদ" সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে কুরআন হেফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে "শেখ মোহাম্মদ বিন রশিদ" সাংস্কৃতিক কেন্দ্র কুরআন হাফেজের ৩৩ জন ছাত্র ও ছাত্রীকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে। এসকল শিক্ষার্থীগণ সেদেশে অনুষ্ঠিত ১৩তম জাতীয় হেফজ প্রতিযোগিতায় শীর্ষ স্থানের অধিকারী হয়েছেন।
"ওয়া ফি জালিকা ফালিতানাফাসুল মুতানাফিসুন" শিরোনামে অনুষ্ঠিত জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতার অনুষ্ঠানে এই সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান নুরমা মোহাম্মদ সালমান বলেছেন: এই প্রতিযোগিতায় অল্প বয়সী প্রতিযোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই বইরেও এসকল শিক্ষার্থীদের মধ্যে ৩৩ জন শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।
তিনি বলেন: এই বছর কুরআন হেফজ প্রতিযোগিতায় ১১ বছরের এই শিশু অংশগ্রহণ করেছেন।
iqna

 

captcha