বার্তা সংস্থা ইকনা: জনপ্রিয় প্রতিরোধ গ্রুপের কমান্ডর জেনারেল আলিপুরকে গ্রেফতারের প্রতিবাদে জানিয়ে আফগানিস্তানের জনগণ। জেনারেল আলিপুর সেদেশের জনগণকে রক্ষা করার জন্য তালেবানকে প্রতিরোধ করতে রুখে দাঁড়িয়েছেন।
আফগানিস্তানের "এত্তেলায়াতে রুজ" সংবাদপত্র তাবান প্রাইভেট ক্লিনিকের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে লিখেছে: কাবুলের পশ্চিমাঞ্চলে সহিংসতার ফলে কমপক্ষে ৩ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
কাবুলের পুলিশ প্রধান সৈয়দ মুহাম্মাদ রাউশান দিল রেডিও লিবার্টিকে বলেছে: প্রতিবাদকারীদের মধ্যে কিছু ফ্যাসাদবাদী মানুষ রয়েছে। এসকল ফ্যাসাদবাদীদের প্রতিরোধ করতে যেয়ে এপর্যন্ত ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।