IQNA

দক্ষিণ আফ্রিকার জাতীয় পার্কে নামাজখানা উদ্বোধন

22:58 - December 05, 2018
সংবাদ: 2607453
আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের আর্থিক সহযোগিতায় দক্ষিণ আফ্রিকার জাতীয় পার্কে মুসলমানদের ইবাদতের জন্য প্রথম নামাজখানা উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কসের অর্গানাইজেশনের (সানপার্কস) কর্তৃপক্ষ উক্ত নামাজখানাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় স্কুকুজা ক্যাম্পের ক্রুগার জাতীয় পার্কে মুসলমানদের ইবাদতের জন্য এই নামাজখানাটি উদ্বোধন হয়েছে।
নামাজখানাটি নির্মাণের জন্য সর্বপ্রথম ২০০৯ সালে প্রস্তাব দেয়া হয়। নামাজখানার সাথে নারী ও পুরুষদের জন্য পৃথক ওযুখানার ব্যবস্থা করা হয়েছে।
এই জাতীয় পার্কের প্রধান বলেন: মুসলিম সম্প্রদায় এই নামাজখানাটি নির্মাণের জন্য ৮,৫০,০০০ রান্ড (দক্ষিণ আফ্রিকান মুদ্রা) সংগ্রহ করেছে। এই পার্ক সহকারে অন্যান্য জাতীয় পার্কের ক্যাম্পে আরও বেশ কয়েকটি নামাজখানা নির্মাণ হওয়ার কথা রয়েছে।
আফ্রিকার সবচেয়ে দক্ষিণের দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেদেশের মোট জনসংখ্যার প্রায় দুই শতাংশ অর্থাৎ ১০ লাখ মুসলিম নাগরিক রয়েছে।
iqna

 

captcha