IQNA

হযরত ঈসা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পোপকে শেইখুল আজহারের অভিনন্দন

0:55 - December 20, 2018
সংবাদ: 2607592
আন্তর্জাতিক ডেস্ক: হযরত ঈসা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন শেইখুল আজহার।

বার্তা সংস্থা ইকনা: শেইখুল আজহার এই ফোন বার্তায় হযরত ঈসা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস সহ বিশ্বের সকল খ্রিষ্টানদের অভিনন্দন জানিয়েছেন।
পোপ ফ্রান্সিসও আমিরাতের রাজধানী আবুধাবিতে শেইখুল আজহারের সাথে পুনরায় সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন তার এই বন্ধুত্বপূর্ণ বার্তার প্রতি আন্তরিক অভিব্যক্তি প্রকাশ করেছেন।
ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস "ইন্টারফেস গ্লোবাল ডায়ালগ" আন্তর্জাতিক শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমিরাতে সফর করবেন। এই সম্মেলন ৩য় ফেব্রুয়ারি শুরু হবে এবং ৫ম ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস চেয়ারম্যান ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রাশিদ আল মকতুম তার ব্যক্তিগত টুইটার পেজে লিখেছেন: "আমরা আশা করছি, সংযুক্ত আরব আমিরাতে পোপ ফ্রান্সিসের সফর পারস্পরিক শ্রদ্ধা, আন্তঃধর্ম সংলাপ এবং মানুষের মধ্যে শান্তি ও ভ্রাতৃত্বের একীকরণকে জোরদার করবে।"
iqna

 

captcha