বার্তা সংস্থা ইকনা: ভারতের শিয়া মুসলমানের উপস্থিতিতে কুরআন তিলাওয়াত ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভারতের ইসলামী ইন্সটিটিউশন ও এসোসিয়েশন ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রেসিডেন্ট ও বিচার বিভাগের সাবেক প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ মাহমুদ হাশেমি শাহরুদি ইন্তেকালের ফলে তার পরিবার, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী এবং ভারতের শহীদপুর শহরের জনগণদের সমবেদনা জানিয়েছে।
ভারতের কারগিলের ইমাম খোমেনি মেমোরিয়াল ইন্সটিটিউট, ভারতীয় উলেমা জামfয়াত, উত্তর প্রদেশের শিয়া উলেমা এসোসিয়েশন, কারগিলের ইসনা আশারী উলেমা জামfয়াত, কাশ্মীরের শিয়া শরিয়াত আঞ্জুমান এবং মহারাষ্ট্রের শিয়া উলেমা এসোসিয়েশনসহ অন্যান্য এসোসিয়েশন শোকবানী প্রদান করেছে।