IQNA

আয়াতুল্লাহ শাহরুদির স্মরণে ইংল্যান্ডে শোকানুষ্ঠান

21:15 - December 27, 2018
সংবাদ: 2607622
আন্তর্জাতিক ডেস্ক: বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মাহমুদ হাশেমি শাহরুদির স্মৃতিচারণে ইংল্যান্ডের ইসলামিক সেন্টারে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রেসিডেন্ট ও বিচার বিভাগের সাবেক প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ মাহমুদ হাশেমি শাহরুদির ইন্তেকাল এবং তার স্মরণে আজকে (২৭শে ডিসেম্বর) ইংল্যান্ডের ইসলামিক সেন্টারে শোকানুষ্ঠান অনুষ্ঠতি হয়েছে।

উক্ত শোকানুষ্ঠান আজ সন্ধ্যায় মাগরিব ও এশার নামাজের পর শুরু হয়েছে এবং ১৮:৩০ পর্যন্ত অব্যাহত ছিল।

বেশ কয়েক মাস রোগে ভোগার পর সোমবার রাতে তিনি তেহরানের খতামুল আম্বিয়া (সা.) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আয়াতুল্লাহ শাহরুদি ১৯৪৮ সালে ইরাকের নাজাফ শহরে অবস্থানরত একটি ইরানি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। ওই নগরীর প্রখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি লেখাপড়া করেন। ১৯৬০’র দশকে ইসলামি ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)কে ‌ তৎকালীন স্বৈরাচারী শাহ সরকার ইরাকের নাজাফে নির্বাসনে পাঠালে তিনি সেখানে ধর্মতত্ত্বের ক্লাস নিতে শুরু করেন।  আয়াতুল্লাহ শাহরুদি ইমামের ছাত্র হিসেবে ওইসব ক্লাসে অংশগ্রহণ করেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের বিজয় হলে আয়াতুল্লাহ শাহরুদি ইরানে আসেন এবং জীবদ্দশায় তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

১৯৯৪ সাল থেকে টানা পাঁচবার তিনি ইরানের সাংবিধানিক অভিভাবক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া, ১৯৯৯ সালের আগস্ট মাস থেকে ২০০৯ সালে আগস্ট মাস পর্যন্ত ১০ বছর তিনি ইরানের বিচার বিভাগের প্রধান ছিলেন।

আয়াতুল্লাহ হাশেমি শাহরুদি ইরানের প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদেও তিন মেয়াদে সদস্যপদ লাভ করেছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর এক ফরমানবলে ২০১৭ সালের ১৪ আগস্ট আয়াতুল্লাহ শাহরুদি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।

iqna

captcha