IQNA

ইরাক থেকে দায়েশের ৩০ জন শিশুকে রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে

22:50 - December 31, 2018
সংবাদ: 2607656
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া গতকাল ইরাকের রাজধানী বাগদাদ থেকে মস্কোয় দায়েশের ৩০ জন শিশুকে ফিরিয়ে নিয়ে গিয়েছে। বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিহত পুরুষ সদস্যদের রাশিয়ান স্ত্রীদের ৩০ জন সন্তানকে রাশিয়ায় ফিরিয়ে নেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র বলেছে: রাশিয়ান কর্তৃপক্ষ বাগদাদ থেকে মস্কোয় দায়েশের ৩০ জন শিশুকে ফিরিয়ে নিয়ে গিয়েছে। রাশিয়ান বংশোদ্ভূত এসকল শিশুদের প্রয়োজনীয় নথি উত্থাপনের পর তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেয়া হয়েছে। এসকল ছেলে ও মেয়ে শিশুদের বয়স ৩ থেকে ৮ বছর।
ইরাকে গতমাসে দায়েশের সাথে জড়িত থেকে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৩০০ জনের অধিক সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসকল সন্ত্রাসীদের মধ্যে প্রায় ১০০ জন বিদেশী নাগরিক। এছাড়াও বেশ কিছু সন্ত্রাসীর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এসকল সাজাপ্রাপ্তদের মধ্যে তুরস্কসহ এশিয়ার বেশ কিছু নারীকে দেখা গিয়েছে।

iqna

captcha