IQNA

সিরিয়ায় "কাসাদ" বাহিনীর উপর দায়েশের হামলা

23:22 - January 03, 2019
সংবাদ: 2607679
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দেইর আয-যোর শহরের পূর্বাঞ্চলে কাসাদ বাহিনীর উপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে কাসাদ বাহিনীর বেশ কয়েক জন সদস্য নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার দেইর আয-যোর শহরের পূর্বাঞ্চলের ফালিতা এলাকায় সেদেশর গণতান্ত্রিক বাহিনী কাসাদের বেশ কয়েক জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। নিরাপত্তার দায়িত্ব পালনরত অবস্থায় দায়েশের সন্ত্রাসীরা তাদের উপর আকস্মিক হামলা চালিয়ে এই বাহিনী বেশ কয়েক জন সদস্যকে হত্যা করেছে।

উল্লেখ্য, সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর নাম "কাসাদ। এই দলটি ২০১৫ সালে গঠিত হয়েছে।

iqna

 

captcha