IQNA

পশ্চিম এশিয়ায় মার্কিনীদের স্বপ্নের কবর রচিত হয়েছে: আলি আকবারি

17:14 - January 04, 2019
সংবাদ: 2607683
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আলি আকবারি বলেছেন,পশ্চিম এশিয়ায় মার্কিন ইচ্ছার কবর রচিত হয়েছে। ইরানের প্রতিরোধের মুখেই আমেরিকার ওই পরিণতি ঘটেছে বলে মন্তব্য করেন বিশিষ্ট এই আলেম।

পার্সটুডের উদ্ধৃতি দিযে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ হাজ আলি আকবারি আরও বলেন সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া এবং ইরাকে রাতের অন্ধকারে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সেনা ঘাঁটিতে যাওয়া তাদের করুণ পরিণতিরই প্রমাণ।

আলি আকবারি বলেন, ইরানের প্রতিরোধের মুখে কঠিন অবস্থার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে ইসরাইল। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের হাশদ-আশ-শাবি, ইয়েমেনের আনসারুল্লাহ, বাহরাইনের গণবিপ্লব, নাইজেরিয়ায় ইসলামি আন্দোলন মার্কিন বিরোধী প্রতিরোধের বলয় তৈরি করেছে।

দায়েশের পরাজয়ের মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন তথাকথিত জোট মহা সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন আলি আকবারি।

বিপ্লবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন ইমাম খোমেনির (রহ) নেতৃত্বে তাগুতি শক্তির বিরুদ্ধে যে বিপ্লব সংঘটিত হয়েছিল, চল্লিশ বছর পূর্তিতে সেই বিপ্লবের পুনর্জন্ম ঘটেছে।

iqna

 

captcha