IQNA

নিজের দেশে ফিরে গেলেন আরও একদল শরণার্থী

21:39 - January 30, 2019
সংবাদ: 2607827
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের ক্যাম্প থেকে আরও একদল সিরিয়ান শরণার্থী নিজের দেশে ফিরে গিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার সরকার পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয়া সকল সিরিয়ান নাগরিকদের নিজের দেশে ফিরিয়ে নেয়ার জন্য চেষ্টা করছে। এরফলে আজ আরও একদল শরণার্থী সিরিয়ায় ফিরে গিয়েছে।

এসকল শরণার্থীদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে।  সন্ত্রাসীদের নিকট হতে সিরিয়ার জমি ফিরিয়ে নেয়ার পর অন্যান্য দেশে আশ্রয় নেয়া সিরিয়ান নাগরিকরা নিজের দেশে প্রত্যাবর্তন শুরু করেছে।

গত সপ্তাহেও জর্ডানের নাসিব বর্ডার থেকে অনেক শরণার্থী সিরিয়ায় ফিরে গিয়েছে। iqna

 

 

captcha