বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার সরকার পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয়া সকল সিরিয়ান নাগরিকদের নিজের দেশে ফিরিয়ে নেয়ার জন্য চেষ্টা করছে। এরফলে আজ আরও একদল শরণার্থী সিরিয়ায় ফিরে গিয়েছে।
এসকল শরণার্থীদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে। সন্ত্রাসীদের নিকট হতে সিরিয়ার জমি ফিরিয়ে নেয়ার পর অন্যান্য দেশে আশ্রয় নেয়া সিরিয়ান নাগরিকরা নিজের দেশে প্রত্যাবর্তন শুরু করেছে।
গত সপ্তাহেও জর্ডানের নাসিব বর্ডার থেকে অনেক শরণার্থী সিরিয়ায় ফিরে গিয়েছে। iqna