IQNA

ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি ইহুদিদের বিক্ষোভ

22:11 - January 31, 2019
সংবাদ: 2607837
আন্তর্জাতিক ডেস্ক: ফ্লাসা নামে প্রসিদ্ধ ইথিওপিয়ান ইহুদীরা ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। গত সপ্তাহে ইসরাইলি পুলিশের হাতে এই গোত্রের এই যুবকের নিহত হওয়া ঘটনাকে কেন্দ্র করে ফ্লাসা ইহুদিরা তেল আভিভে এই বিক্ষোভ প্রদর্শন করেছে।

আল আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্লাসা ইহুদিরা দাবী করেছে, দখলদার ইসরাইলিরা তাদের সাথে দুর্ব্যবহার করেছে। গতকাল সহস্রাধিক প্রতিবাদী দখলদার ইসরাইলি পুলিশের বিরুদ্ধে শ্লোগান  দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

এই বিক্ষোভের ফলে তেল আভিভের আশেপাশের এলাকায় ভিড় দেখা দেয়। বিক্ষোভের কারণে ইসরাইলের পুলিশ অনেক রাস্তা বন্ধ করে দেয়।

দশ দিন পূর্বে "ইহুদা ইবাদজা” নামের ২৪ বছর বয়সী ইথিওপিয়ান যুবক ব্যাট ইয়াম শহরে ইসরাইলি পুলিশের গুলিতে নিহত হয়। এর প্রতিবাদ জানিয়ে ফ্লাসা ইহুদিরা তেল আভিভে এই বিক্ষোভ প্রদর্শন করেছে।

 

ফ্লাসা ইহুদিরা আসল পরিচয়

ইথিওপিয়ায় বসবাসকারী ইহুদীদের ফ্লাসা ইহুদী বলা হয়। এদেরকে বানী ইসরাইলের প্রজন্ম বলে বিবেচনা করা হয়। তবে তাদের উৎপত্তি এবং তাদের পূর্বপুরুষদের সম্পর্কে গবেষকগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তারা নিজেদেরকে সাবা রানী বিলকিসের প্রজন্ম বলে মনে করে। সেই অনুযায়ী, তারা তাদের প্রজন্মকে হযরত দাউদ (আ.)এর কাছে নিয়ে যায়।

ফ্লাসা ইহুদিরা দখলদার ইসরাইলের সাথে হাত মেলায়িন। তাদের কোন রূপে সাহায্য ও সহায়তা করে না করার জন্য অধিকাংশ ইহুদিরা তাদেরকে ইহুদি বলে গ্রহণ করে না।

ইথিওপিয়ার উত্তর-পশ্চিম দিকের হ্রদের কাছে এই গোষ্ঠীর বসবাসের স্থান। তাদের প্রধান কার্যকলাপ হচ্ছে কৃষি ও পশু খামার।

১৯৫০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৯০ হাজার ফ্লাসা ইহুদী (প্রায় ৮৫ শতাংশ) ইথিওপিয়া ত্যাগ করে ফিলিস্তিনে ঘাটি জমিয়েছে। ইহুদি এজেন্সি কর্মকর্তাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির ফলে তরা নিজ দেশ ত্যাগ করে ইসরাইলে পাড়ি জমায়। ফ্লাসা ইহুদিদের জীবন যাত্রার মান, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি ইসরাইলের অন্যান্য নাগরিকদের তুলনায় খুব দুর্বল। iqna

captcha