IQNA

মাদ্রাসায় না পড়েও পুরো কুরআন হাতে লিখেছেন বরিশালের হুমায়ুন

20:40 - March 04, 2019
সংবাদ: 2608055
আল্লাহ তা’য়ালা মানুষের হেদায়েতের জন্য হজরত জিবরাঈল (আ.)-এর মাধ্যমে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পর্যায়ক্রমে ২৩ বছর ধরে নাজিল করেন পবিত্র আল কুরআন।

বার্তা সংস্থা ইকনা: মহান রাব্বুল আলামিন কুরআনের বিধি-বিধান পালন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ করেছেন।

আল কোরআন একটি নিখুঁত, নির্ভুল ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

এটা বিশ্ব মানবতার মুক্তির এক দিশারী, যা ৬১০ খ্রিস্টাব্দের ২৭ রমজান কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় এহওয়ার পর এ পর্যন্ত বিভিন্ন সময়ের বিভিন্ন বর্ণমালার লক্ষাধিক কুরআন শরিফের সন্ধান পাওয়া গেছে।

তবে এবার এমন একটি কুরআন শরিফের পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গেছে, যার পুরোটাই মানুষের হাতে লেখা। সেই কুরআন শরিফখানা লিখেছেন বাংলাদেশি এক তরুণ।

মাদ্রাসায় না পড়েও পুরো কুরআন হাতে লিখেছেন বরিশালের হুমায়ুন কবির সুমন। কুরআন শরিফটি লিখতে তার সময় লেগেছে প্রায় তিন বছর। হুমায়ুন কবির এই কুরআন শরিফ লেখা শুরু করেন ২০০৭ সালে। শেষ হয় ২০১০ সালে।

মাদ্রাসা পড়া হয়নি হুমায়ুনের। তবে ১৯৯৯ সালে তার গ্রামের একটি স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। সম্পূর্ণ নিজ ইচ্ছায় ও উদ্যোগে আরবি লেখা শিখেছেন বরিশালের এই তরুণ।

হুমায়ুনের হাতে লেখা কুরআন শরিফে চমৎকার ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন। হুমায়ুনের ইচ্ছা রয়েছে, ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় হাতের লেখা কুরআনে কারিম লিখে বিশ্ব রেকর্ড করার।

হুমায়ুন ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শোরুমের সহকারী ম্যানেজার। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামে। তার বাবার নাম রজব আলী শিকদার। দৈনিক সকাল

captcha