IQNA

ভারতে নতুন সরকার আসলে কাশ্মীরে শান্তি ফিরবে : মমতা ব্যানার্জী

22:05 - March 09, 2019
সংবাদ: 2608091
আন্তর্জাতিক ডেস্ক : আগামী দিনে নতুন সরকার উগ্রপন্থার মোকাবিলা করবে। কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূল মহিলা সংগঠনের মিছিল শেষে মমতা একথা বলেন।

বার্তা সংস্থা ইকনা: এসময় লোকসভা ভোট যত এগিয়ে আসছে, বিজেপি-বিরোধী আক্রমণে ততই সুর চড়ান মমতা। উরি, পুলওয়ামা, পাঠানকোটের মতো একের পর এক ঘটনা কেন ঘটেছে, সে প্রশ্ন তুলে মমতা ফের বিঁধলেন মোদি সরকারকে।

পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে বলে নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতারা বারবারই মমতা ব্যানার্জীর দিকে আঙুল তুলছেন। এ বার তৃণমূল নেত্রী মমতা পাল্টা দাবি করলেন, ‘মোদির আমলে দেশে ২৬০% সন্ত্রাস বেড়েছে।’

অন্যদিকে, রাজ্যের ক্রমবর্ধমান নারী-নিগ্রহের প্রতিবাদে বিজেপি এবং সিপিএমও পথে নেমেছিল। সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতি এ দিন দুপুরে মৌলালির রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে। কেন্দ্র বা রাজ্য সরকার কেউই মহিলাদের অধিকার সুরক্ষিত করতে আন্তরিক নয় বলে ওই মিছিলে প্রতিবাদ জানানো হয়।

নারী সংরক্ষণ বিল পাশ করাতে কেন্দ্রের উদ্যোগী না হওয়া এবং রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধেও সরব হন মিছিলের মহিলারা। মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।

 

captcha