IQNA

মসজিদে হামলার দুই সপ্তাহ; ‘আসসালামু আলাইকুম’ বলে ভাষণ দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

20:07 - March 29, 2019
সংবাদ: 2608225
আন্তর্জাতিক ডেস্ক: ক্রাইস্টচার্চের দুটি মসজিদে খ্রিষ্টান সন্ত্রাসবাদী হামলায় নিহত অর্ধশত মুসল্লির স্মরণে এক জাতীয় অনুষ্ঠানে শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান ভাষণ দেন।

বার্তা সংস্থা ইকনা: ভাষণে তিনি ‘আসসালামু আলাইকুম’ বলে মুসলিমদের সান্ত্বনা দেন।

অনুষ্ঠানে জাসিন্দা বলেন, আমাদের অন্ধকারাচ্ছন্ন সময়ের আজ দুই সপ্তাহ পেরিয়ে গেছে। যখন ওই হামলার ঘটনা ঘটেছিল, তার পরে আমরা ভাষা হারিয়ে ফেলেছিলাম।

তিনি বলেন, নিহত ওই ৫০ নারী-পুরুষ ও শিশুসহ আরও যারা আহত হয়েছেন, তাদের যন্ত্রণা ও বেদনা প্রকাশে কোন শব্দ যথেষ্ট হতে পারে? ঘৃণা ও সহিংসতার শিকার মুসলমান সম্প্রদায়ের মর্মবেদনা বোঝাতে কোন শব্দ যথার্থ হতে পারে? শহরের শোক প্রকাশে কোন শব্দগুলো যথার্থ হতে পারে? যে শহরটি ইতিমধ্যে মারাত্মক মর্মবেদনার জন্য পরিচিতি পেয়েছে।

জাসিন্দা বলেন, আমি জানি আপনাদের দুঃখ-কষ্ট বোঝানোর কোনো ভাষা আমাদের জানা নেই। আমি কেবল এখানে আসসালামু আলাইকুম বলতে এসেছি। বন্ধু ও স্বজন হারানো মুসলমান নেতারা এই সাধারণ শব্দটিই ব্যবহার করেছেন। হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত ব্যক্তিরাও এ শব্দ ব্যবহার করেছেন।

captcha