IQNA

ক্রাইস্টচার্চের শহীদদের স্মরণে বৈঠক

21:06 - March 30, 2019
সংবাদ: 2608232
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে জঙ্গি হামলায় ৫০ মুসল্লি শহীদ হওয়ার ঘটনায় তাদের স্মরণে হাজারও মানুষ উপস্থিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (শুক্রবার) জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের আয়োজনে শহীদদের স্মরণে জনগণের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানও উপস্থিত ছিলেন।

স্মরণসভায় হাজারও মানুষের উপস্থিতিতে শহীদদের নাম পড়ে শোনানো হয়। এরপর জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ শহীদদের পরিবারের প্রতি এমন দুঃখজনক ঘটনায় আরও সহনশীল হওয়ার আহ্বান জানান।

স্মরণসভায় আরর্ডান বলেন, আমাদের চ্যালেঞ্জ এখন আমাদের দৈনন্দিন জীবনের সেরাটি তৈরি করা। কারণ আমরা ঘৃণা ভাইরাস, ভয় বা অন্যান্য কিছু থেকে দায় মুক্ত নই।

তিনি বলেন, এমন ঘটনা মোকাবেলায় আমরা বিশ্বব্যাপী প্রশংসিত। কিন্তু জাতিকে বিশুদ্ধ করতে হবে। আমাদের এখন থেকে কাজ করতে হবে।

আল নুর মসজিদের পাশে হ্যাগলি পার্কে স্মরণসভায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানের সঙ্গে দেশটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও যোগ দেন।

যেখানে গত ১৫ মার্চ অস্ট্রেলীয় নাগরিক জঙ্গি ব্রেনটন ট্যারান্ট সন্ত্রাসী হামলা চালায়। এতে আল নুর মসজিদেই ৪০ জন শহীদ হন। এ ঘটনায় ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীকে আটক করা হয়। আগামী ৫ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে। iqna

 

captcha