বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের সেনারা আজ সকালে ফিলিস্তিনের ২৩ বছরের যুবক “মুহাম্মাদ আলী দার আদওয়ানের গাড়িতে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।
মুহাম্মাদ আলীকে আহত অবস্থায় ইসরাইলের সেনারা গ্রেফতার করে। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি শাহাদাত বরণ করেন।
এছাড়াও ইসরাইলের সেনারা জেরুজালেমর উত্তরাঞ্চলের কল্যাণ্ডিয়া ক্যাম্প হামলা চালায়। এই হামলার ফলে ফিলিস্তিনের অপর তিন যুবক আহত হয়।
ইসরাইলের সেনারা ফিলিস্তিনের ইব্রাহিম রজব, ইউসুফ রজব এবং নোয়মান রজবকে গ্রেফতার করেছে। iqna