বার্তা সংস্থা ইকনা: সোমবার রাজধানী কাবুল থেকে ২৫ কিলোমিটার উত্তরে বাগরাম বিমান ঘাঁটির কাছে ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে নেটোর নেতৃত্বাধীন সামরিক মিশন। এ ঘটনায় আরো তিন মার্কিন সৈন্য আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে দুটি বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত হয়েছে।
আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড বাটলার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর বহরের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে। তালেবান হামলার দায় স্বীকার করে বলেছে, এটা ছিল আত্মঘাতী গাড়ি হামলা। তালেবান বলেছে, তাদের একজন হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়। বাগরাম ঘাঁটি আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। এটা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত। এ ঘটনায় নিহতদের নিয়ে ২০১৯ সালে আফগানিস্তানে নিহত মার্কিন সেনাদের সংখ্যা সাতজনে দাঁড়ালো।
যুক্তরাষ্ট্রর সরকার ও নেটোর রিপোর্ট অনুযায়ী, ২০১৫-এর জানুয়ারি থেকে আফগানিস্তানে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর মোট ৬৪ জন সদস্য নিহত হয়েছেন। ন্যাটোর আফগানিস্তান মিশনে বিভিন্ন দেশের প্রায় ১৭ হাজার সেনা মোতায়েন আছে। এদের প্রায় অর্ধেক যুক্তরাষ্ট্র থেকে এসেছে। আমেরিকা ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে তখন এ হামলার ঘটনা ঘটল। আফগানিস্তানের ১৭ বছরের সংঘাত বন্ধে ফেব্রুয়ারি থেকে তালেবানের সাথে শান্তি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। iqna