IQNA

সিরিয়ার জাসর আল-শাঘুরে বোমা বিস্ফোরণ

20:22 - April 25, 2019
সংবাদ: 2608414
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জাসর আল-শাঘুর শহরে গাড়ি বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার নিরাপত্তা উৎস ঘোষণা করেছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের জাসর আল-শাঘুর শহরে গাড়ি বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এই বিস্ফোরণের ফলে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বলাবাহুল্য যে, ইদলিব প্রদেশটি পাশ্চাত্য এবং কিছু আঞ্চলিক দেশের সমর্থিত সন্ত্রাসী দ্বারা প্রভাবিত রয়েছে। iqna

 

 

captcha