IQNA

সৌদি আরবের নাগরিকদের তাৎক্ষণিক শ্রীলংকা ত্যাগ করার হুশিয়ার

18:24 - May 02, 2019
সংবাদ: 2608461
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি দূতাবাস শ্রীলংকায় অবস্থিত সৌদি নাগরিকদের তাৎক্ষণিক এই দেশ ত্যাগ করতে আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি দূতাবাস মঙ্গলবার এক বিবৃতিতে শ্রীলংকায় বসবাসকৃত সৌদি সকল নাগরিকদের সেদেশ ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে। শ্রীলংকার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি শ্রীলংকায় বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা হয়েছে। এসকল হামলার ফলে বেশ কয়েকজন দেশী ও বিদেশী নাগরিক নিহত ও আহত হয়েছেন। iqna

 

 

captcha