IQNA

ইরানে আমেরিকা হামলা চালালে ইসরাইল ধ্বংস হবে

22:21 - May 10, 2019
সংবাদ: 2608515
আন্তর্জাতিক ডেস্ক ইরাকের প্রভাবশালী আইন প্রণেতা হাসান সালিম বলেছেন, আমেরিকা ইরানে হামলা চালালে ইহুদিবাদী ইসরাইল নিশ্চিহ্ন হয়ে যাবে। এর পাশাপাশি বিশ্বে নিজের অবস্থান হারাবে আমেরিকা। রিকনস্ট্রাকশন অ্যালায়েন্সের এই নেতা আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের বিরুদ্ধে সামরিক হামলাসহ নানা পদক্ষেপের মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

হাসান সালিম আরও বলেছেন, কোনো কোনো মুসলিম দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নিলেও বাস্তবতা হচ্ছে ইরানে হামলা চালানো হলে তা মুসলিম বিশ্বের ওপর হামলা হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ শুরু করলে আমেরিকা গভীর চোরাবালিতে আটকা পড়বে এবং বিশ্বের বৃহৎ শক্তি হিসেবে আর গণ্য হবে না। হাসান সালিম বলেন, ইরান-আমেরিকা যুদ্ধের প্রথম বলি হবে দখলদার ইসরাইল এবং চিরতরে হারিয়ে যাবে।   iqna

captcha