IQNA

21:47 - May 19, 2019
সংবাদ: 2608579
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে আমেরিকায় সেহেরী উৎসব পালিত হয়েছে। দ্বিতীয় বছরের মতো পালিত এই উৎসবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটার মুসলিম ও অমুসলিম জনগণ ব্যাপক স্বাগত জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দ্বিতীয় বার্ষিক সেহেরী খাদ্য উৎসব হাজার হাজার মুসলিম ও অমুসলিমরা অংশগ্রহণ করেছে।

এই উৎসবের আয়োজক “হাসান চমী” বলেন: এই উৎসবের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী ও ধর্মের মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। ডেট্রয়েটা শহরসহ বেশ কিছু শহরের অনেক মুসলিম ও অমুসলিম জনগণের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

এই উৎসবে ২২টি দোকানে মধ্যপ্রাচ্য থেকে কানাডার বিভিন্ন খাদ্যসামগ্রী উপস্থাপন করা হয়েছে।

এই উৎসব পবিত্র রমজান মাসের প্রত্যেক সপ্তাহে শুক্রবার ও শনিবার পালন করা হচ্ছে। গত সপ্তাহে প্রায় ১০ হাজার দর্শক এই উৎসবে অংশগ্রহণ করেছে। iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: